Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে বন্ধুবরেষু ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব 

Icon

যুগান্তর প্রতিবেদন, দোহার-নবাবগঞ্জ 

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম

নবাবগঞ্জে বন্ধুবরেষু ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব 

‘বন্ধু যদি ভাবিস- আপন করে রাখিস’ এ প্রত্যয়ে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব করেছেন নবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ এর সাবেক শিক্ষার্থীরা।
শনিবার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৩৩ বছর উদযাপন উপলক্ষ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানটি। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল পরিচিতি পর্ব, সৃজনশীল নানা আয়োজন। 
এছাড়া অনুষ্ঠানে নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। বিকালে নিজেদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনে ভিন্ন মাত্রা।

অংশগ্রহণকারীরা জানান, সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারছেন না। দুরন্তপনার সেই স্কুলজীবন ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। তবে সব ব্যস্ততাকে পেছনে ফেলে একদিনের জন্য একত্রিত হয়েছেন তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। সার্বিক আয়োজনে ছিলেন বন্ধুবরেষু এসএসসি ৯১ বন্ধু পরিবারের সদস্যরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম