অতিরিক্ত মাদক সেবনে সেই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হতে পারে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৬:২৭ পিএম
নিহত ইফতেখারুল আহম্মেদ আবিদ
বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে ঘুরতে গিয়ে ইফতেখারুল আহম্মেদ আবিদ (২১) নামের এক মেডিকেল শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করার সময় তার মৃত্যু হয়।
আবিদ টাঙ্গাইলের কালিহাতির গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তারা মারাইংতং পাহাড়ে তাঁবুতে রাতযাপন করতে যান আবিদ। রাত সাড়ে ১১টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিংয়ে অবস্থানকালে হঠাৎ করে খিঁচুনি উঠে তার মৃত্যু হয় বলে তার বন্ধুরা দাবি করেন। তবে অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আলীকদম ট্যুর গাইডরা।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোলেমান বলেন, গত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মৃত পর্যটক নেশাগ্রস্ত ছিলেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়টি আমি নিশ্চিত বলতে পারছি না, ময়নাতদন্ত ছাড়া।
এ বিষয়ে লামা থানার ওসি শামীম শেখ বলেন, মৃতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।