Logo
Logo
×

সারাদেশ

শিবালয়ে শাশুড়ির নাক ফাটিয়ে দিল শিক্ষিকা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম

শিবালয়ে শাশুড়ির নাক ফাটিয়ে দিল শিক্ষিকা

প্রতীকী ছবি

স্কুল শিক্ষিকা পুত্রবধূর লাঠির আঘাতে বৃদ্ধা শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগে পুলিশ শিক্ষিকাকে থানায় ডেকে আনে। 

বৃহস্পতিবার বিকালে শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা দত্ত তার বৃদ্ধা শাশুড়ি মাধুবী সেনের পারিবারিক কথাবার্তার একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করেন তার মাথায়। এতে শাশুড়ির নাকের একাংশ কেটে যায়। স্থানীয়রা আহত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসক জানান, আহত বৃদ্ধার নাকের ক্ষত স্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা বলেন, পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এতে আমি অনুতপ্ত। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষিকাকে থানায় ডেকে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম