নওয়াপাড়ায় রাসেলস ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু নিয়ে গুজব
যশোর ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৯:২১ পিএম
যশোরে রাসেলস ভাইপার সাপ আতঙ্ক বেড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কক্সবাজারের পেকুয়ায় দুই বছর আগে মারা যাওয়া এক শিশুর ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে যশোরের নওয়াপাড়ায় রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে ।
জানা যায়, ২০২২ সালের ১৩ অক্টোবর যুগান্তর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদে বলা হয়, কক্সবাজারের পেকুয়ার নন্দীরপাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদনে ব্যবহৃত জিহানের ছবিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকে পোস্ট দিয়েছেন যশোরের নওয়াপাড়ায় রাসেলস ভাইপার সাপের কামড়ে শিশুটি মারা গেছে। এটি শেয়ার করে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
এদিকে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনা হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক বলেন, যশোরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় রাসেলস ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, আতঙ্কিত নয়, সচেতন হতে হবে। এটা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।