Logo
Logo
×

সারাদেশ

সরাইলে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৯:০৯ পিএম

সরাইলে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামকে একটানা ৩৫ বছর দায়িত্ব পালন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা সম্মানি প্রদান করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার বিকালে ওই মসজিদের সামনের মাঠে ইমাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 

ইমাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত তার ছাত্রসহ বহু ধর্মপ্রাণ মুসল্লি ছুটে আসেন মসজিস প্রাঙ্গণে। তাদের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা আপন ছিলেন এখানকার মানুষের কাছে। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েকটি মাইক্রোবাস ও পিকআপযোগে তাকে পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 

জানা যায়, বার্ধক্যজনিত কারণে ইমাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ তার প্রিয় মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াগাঁও এলাকার ফজলুল হক মৃধার সভাপতিত্বে বক্তব্য দেন এলাকার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ মো. সজল মৈশান, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মৈশান, ইউপি সদস্য শাহজাহান খান, আবু বক্কর মৈশান, আলী আমজাদ, আনোয়ারুল ইসলাম খান, অ্যাডভোকেট নূরে আলম, ব্যাংকার নাইমুল ইসলাম মোতাইদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম