Logo
Logo
×

সারাদেশ

বর্ষায় নতুন পানির সঙ্গে রাসেল ভাইপার আতঙ্ক

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৫:২১ পিএম

বর্ষায় নতুন পানির সঙ্গে রাসেল ভাইপার আতঙ্ক

ছবি-যুগান্তর

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় নতুন পানি আসছে। গত দুদিন ধরে বর্ষার নতুন পানি আসায় চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ রাসেল ভাইপার আতঙ্কের মধ্যে বসবাস করছেন। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মারা হয়েছে। 

এ বিষয়ে পলাশি ফতেপুর চরের জনি আহমেদ বলেন, সকালে পলাশি ফতেপুর পদ্মা নদী থেকে জাল তুলে বাড়ি ফিরছিলাম। এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যাই। পরে আমার চিৎকারে কয়েকজন এগিয়ে এসে রাসেল ভাইপারটি লাঠি দিয়ে পিটিয়ে মারেন। পাঁচদিন আগেও এর পাশে আরেকটি রাসেল ভাইপার মারা হয়েছে। দুদিন থেকে বর্ষায় পদ্মায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের বেশি লক্ষ্য করা যাচ্ছে। 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, পদ্মার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেল ভাইপার আতঙ্কে রয়েছে ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম