বাসচাপায় ইজি বাইকের দুই যাত্রী নিহত, আহত ১০
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
মধুখালীতে পূর্বাশা পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিংক রোড (ডিভাইডার) পাট বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন— বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার ও ঝালকাঠির নলছিটি থানার মো. মোবারকের ছেলে সুমন।
মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, পূর্বাশা পরিবহণের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার হওয়ার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন। আহতাবস্থায় ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই পরিবহণ ও চালককে আটক করা হয়েছে।
আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের ছেলে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।