Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, অতঃপর...

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১০:২৭ পিএম

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, অতঃপর...

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কট‚ক্তি করে ফেসবুকে মন্তব্য করায় মিঠুন চন্দ্র নিলয় দাস (৩০) নামে এক হিন্দু যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের টিকেন্দ্র মাস্টার বাড়ির দ্বীনেশ চন্দ্র দাসের ছেলে। পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের সোনাগাজী হাসপাতাল সংলগ্ন ফুফুর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিয়ের আসরে স্ত্রীর দাবি নিয়ে হাজির বরের ‘খালাতো বোন’, অতঃপর...

এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি আহসান উল্যাহ বাদী হয়ে মামলা করেছেন। তিনি ফেনীর লালপুল মারকাযুল হুদা মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে কর্মরত এবং চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ‘ধর্ম যার যার উৎসব সবার, সবাইকে গরুর গোস্ত খাওয়ার দাওয়াত এমন একটি ফেসবুক পোস্টে নিলয় দাস তার ব্যবহ্যত ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সা. নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার প্রতিবাদে একাধিক ব্যক্তি পালটা মন্তব্য করেন। সে তাদেরও গালমন্দ করে মন্তব্য করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক ব্যক্তি সোনাগাজী থানার ওসিকে মৌখিক অভিযোগ করলে রাত ১২টা ৫ মিনিটে তাকে আটক করা হয়।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম