
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম
হিরা-মুক্তার জন্ম একসঙ্গে, মারাও গেল একসঙ্গে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৫:৩৩ পিএম

একসঙ্গে জন্ম নিয়েছিলেন হিরা ও মুক্তা নামে যমজ বোন। আর মাত্র আড়াই বছর বয়সেই একসঙ্গেই চলে গেল না ফেরার দেশে। মঙ্গলবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা দেবীপুর গ্রামে বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের মা ব্যস্ত ছিলেন রান্নার কাজে।
হিরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। যমজ বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী দম্পতির আর কোনো সন্তান নেই।
স্থানীয় ইয়াছিন ব্যাপারী আমিন বলেন, পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই যমজ শিশু পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এরপর যমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশপাশে শিশুদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুর ইউপি চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন বলেন, প্রবাসীর যমজ কন্যাদের মৃত্যুর ঘটনায় আমিও মর্মাহত।