‘চোরের উপর বাটপারি’
সিলেটে ছাত্রলীগ পরিচয়ে চোরাই চিনি ছিনতাই
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৩২ পিএম
সিলেটে চোরাই পথে আনা ৭ বস্তা চিনি ছিনতাই করতে গিয়ে ধরা খেয়েছে ৫ জন। ছাত্রলীগ পরিচয়ে তারা ওই চিনি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ যেন ‘চোরের উপর বাটপারি’। ওই ঘটনায় সঙ্গে জড়িত আরও দুই চোরারকারবারিকে আটক করা হয়েছে।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দরসংলগ্ন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, চিনি ছিনতাই ও চিনি চোরাকারবারের ঘটনায় মোট ৭ জনকে আটক করা হয়েছে। আটক ছিনতাইকারীরা হলো খাসদবির এলাকার ইসতিয়াক আহমদ, চৌকিদীঘির ফাহাদ আহমদ, খোরশেদ আহমদ, সুনামগঞ্জের ছাতকের নরা ইসলামপুর গ্রামের জুয়েল আহমদ ও সিলেটের রায়নগর এলাকার লিটন। চোরাকারবারিরা হলো কোম্পানীগঞ্জের খাগাইলের রাজাপুর গ্রামের লায়েক ও রাসেল।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ দিয়ে আনা চোরাই চিনি অটোরিকশায় সিলেট শহরের দিকে নেওয়া হচ্ছিল। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন স্থানে রাতে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ পরিচয়ে ওই চালান আটকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় বিমানবন্দর থানার টহল পুলিশ দুই চোরাচালানির সঙ্গে ৫ ছিনতাইকারীকে আটক করে।