Logo
Logo
×

সারাদেশ

সেই ‘কালো মানিক’ চার বছরেও বিক্রি হয়নি, এখন দাম কত? 

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম

সেই ‘কালো মানিক’ চার বছরেও বিক্রি হয়নি, এখন দাম কত? 

কালো মানিক। ছবি : যুগান্তর

কুরবানির ঈদে সবার দৃষ্টি থাকে গরুর দিকে। এবারের কুরবানির ঈদেও আলোচিত সেই গত চার বছরের হাট কাঁপানো ‘কালো মানিক’ ষাঁড়টি। কালো মানিকের মালিকের দাবি ২২০০ কেজি ওজনের এ ষাঁড়টি এবারও দেশসেরা। 

ত্রিশালের ধানিখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের আলোচিত কালো মানিক। দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা। গত কুরবানির ঈদে কালো মানিকের দাম উঠেছিল ২০ লাখ টাকা। গত চার বছর ধরে ন্যায্যমূল্য না পাওয়ায় বিক্রি হয়নি কালো মানিক। তাই কালো মানিকের মালিক জাকির হোসেন সুমন আরও এক বছর লালন পালন করে এ কুরবানির ঈদে ২২০০ কেজি ওজনের কালো মানিকের দাম হাঁকছেন ৩০ লাখ টাকা। 

মালিকের দাবি, ময়মনসিংহ অঞ্চলসহ সারা দেশে সবচেয়ে বড় গরু তার এ কালো মানিক। 

জানা যায়, কালো মানিক ফ্রিজিয়ান জাতের ষাঁড়। গত আট বছর ধরে লালন-পালন করে আসছেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের খামারি জাকির হোসেন সুমন। ষাঁড়টি শান্ত প্রকৃতির ও কালো রঙের হওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে কালো মানিক। কালো মানিকের নাম আশপাশের এলাকাসহ সবার মুখে মুখে। বিশাল আকারের কালো মানিককে দেখতে ক্রেতাসহ সাধারণ মানুষ তো বটেই দূর-দূরান্ত থেকেও নানা বয়সের মানুষ প্রতিদিন জাকিরের বাড়িতে ভিড় জমাচ্ছেন। দেখতে আসা অনেকেই এটিকে হাতির সঙ্গে তুলনা করছেন। 

কালো মানিকের মালিক জাকির হোসেন সুমন জানান, ‘অনেক শখ করে গত আট বছর ধরে এ ষাঁড়টিকে আমি দেশীয় খাবার খাইয়ে যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি। খাবার হিসাবে প্রতিদিন দুই হাজার টাকা খরচ হয়। কৃত্রিম কোনো কিছু খাওয়ানো হয় না। প্রাকৃতিক উপায়ে খৈল, ভুসি, ভুট্টা, কলা, ভাত, খড়-ঘাস খাইয়েছি। শখ করে গরুটিকে পালন করেছি। আমার নিজের চেয়েও গরুটি বেশি যত্ন নেই। গত কয়েক বছর ধরে ভালো দাম না পওয়ায় কালো মানিককে বিক্রি করতে পারিনি। তবে এ বছর আশা করছি, ভালো দামে গরুটি বিক্রি করতে পারব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম