Logo
Logo
×

সারাদেশ

বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বগুড়ায় পাদুকা শ্রমিকদের মানববন্ধন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:৫৭ পিএম

বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বগুড়ায় পাদুকা শ্রমিকদের মানববন্ধন

দেশীয় পাদুকা শিল্প রক্ষায় পাদুকা শ্রমিকদের আবাসন, রেশন ও চিকিৎসায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়ন। 

শুক্রবার বিকালে শহরের সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা সুরেশ চন্দ্র দাস মনোর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিক নেতা সাইফুজ্জামান টুটুল, উপদেষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শ্যামল বর্মণ, সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় রবিদাস, দপ্তর সম্পাদক শ্রমিক নেতা দুলাল রবিদাস, প্রচার সম্পাদক দিলীপ রবিদাস, কার্যনির্বাহী সদস্য বিষ্ণু রবিদাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এক সময় দেশের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় পাদুকা শিল্পের ছোট ছোট অনেক কারখানা গড়ে উঠেছিল। এ শিল্পের সাথে হাজার হাজার মানুষ যুক্ত ছিল। বর্তমানে দেশের সেই ছোট ছোট কারখানা প্রায় নিঃশেষ। বগুড়া শহরে ছোট-বড় মিলে এক সময় ২০০ টিরও বেশি কারখানা ছিল। কর্মরত ছিলেন ৮-১০ হাজার শ্রমিক। বর্তমানে ৩০-৪০টি কারখানা ধুকে ধুকে চলছে।

তারা বলেন, আমাদের দেশীয় এ শিল্পের বাজার দখল করে নিয়েছে বিদেশি নিম্নমানের পাদুকা। এখন সেই শ্রমিকদের অধিকাংশ বেকার, কিছু শ্রমিক ভ্রাম্যমাণ হিসেবে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করে অতিকষ্টে কোনো রকমে দিনাতিপাত করছেন। আর আমাদের দেশের ২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত এত বড় বাজেটে পাদুকা শিল্প শ্রমিকদের জন্য কোনো বিশেষ বরাদ্দ নেই। তাই পাদুকা শিল্প শ্রমিকদের রক্ষায় শ্রমিকদের আবাসন, রেশন ও চিকিৎসায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম