Logo
Logo
×

সারাদেশ

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:৪৮ পিএম

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী  ইউনিয়নে পরকীয়ার জেরে স্ত্রী আমার ফারজানা আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে৷ এ ঘটনার পর থেকে নিহতের স্বামী জহিরুল ইসলাম পলাতক রয়েছে।

শুক্রবার সকালে ৭নং ওয়ার্ড চরকলমি গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা আক্তার ওই গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী ও সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বশির উল্যাহর মেয়ে। 

নিহতের বাবা বশির উল্যাহ অভিযোগ করে বলেন, ৫/৬ বছর আগে চর কলমি গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ফারজানাকে বিয়ে দিই৷ এরপর একাধিক নারীর সঙ্গে জহিরের পরকীয়ার ঘটনা জানতে পারি। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টাও করি আমরা৷

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে ফারজানা বলেছেন জহিরের মোবাইলে একটি মেয়ের সঙ্গে যৌথ ছবি দেখেছে সে।  এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়৷ পরে বশির উল্যাহ ও তার ছেলে খবির উদ্দিন এসে স্বামী-স্ত্রীকে দুজনকে মিলিয়ে দেন৷ 

নিহত ফারাজনার বড় ভাই খবির উদ্দিন বলেন, জহিরের একাধিক পরকীয়ার ঘটনা তারা সমাধান করেছেন৷ গতকালও তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন৷ কিন্তু তার বোন তাদেরকে জানানোর কারণে জহির বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে৷ এমনকি তার বোনের মৃত্যুর খবরও তাদেরকে দেওয়া হয়নি৷ পাশের বাড়ির জয়নাল মিয়া মৃত্যুর ২ ঘণ্টা পর খবর দিলে তারা এসে ফারজানাকে বিছানায় মৃত অবস্থায় পেয়েছেন৷ 

অভিযুক্ত জহিরের বাবা সিরাজুল ইসলাম তার ছেলে ও পুত্রবধূর দীর্ঘ দিনের ঝগড়ার কথা স্বীকার করে জানান, তার প্রথম স্ত্রী মৃত্যুর কারণে তার ছেলেরা তার থেকে পৃথকভাবে বসবাস করছেন৷ রাত আনুমানিক আড়াইটার সময় জহির তার ঘরে চিৎকার দিতে থাকলে তারা গিয়ে ফারজানাকে ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকতে দেখেন৷ পরে তারা ঝুলানো থেকে নামানোর পর লোকজনকে খবর দিলে জহির দ্রুত পালিয়ে যায়৷ 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম