পশুর হাটে নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল কৃষকের
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৭:০১ পিএম
কুরবানির পশুর হাটে নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় মনু মিয়া (৫৫) নামে এক কৃষকের প্রাণ গেল। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কুরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।
নিহত মুন মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
নিহত কৃষক মনু মিয়ার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনু মিয়া ও তার ভাই নানু মিয়ার লালিত একটি ষাঁড় বিক্রির জন্য উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা কুরবানির পশুর হাটে নিয়ে আসেন। দুপুরের দিকে হঠাৎ করেই ষাঁড়টি উত্তেজিত হয়ে মনু মিয়ার গোপনাঙ্গে শিং দিয়ে গুঁতো মারে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম বলেন, কুরবানির পশুর হাটে নিজের লালিত ষাঁড়ের গুঁতোয় এক কৃষক মারা গেছেন বলে জানতে পেরেছি।