জমি নিয়ে বিরোধে ভগ্নিপতির হাতে প্রতিবন্ধী শ্যালক খুন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৫:৩৫ পিএম
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে জামাত আলী (৫৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভগ্নিপতির বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভগ্নিপতি লছিমুদ্দিন জাদুকে (৬৫) আটক করেছে পুলিশ।
নিহত জামাত আলী গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটা নিয়ে নিহত জামাত আলীর বাবার অপর পক্ষের (সতিনের) জামাই লছিমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। বসতভিটা দখল করার জন্য লছিমুদ্দিন বিভিন্ন সময় তাকে হুমকি দিত। জামাত আলী প্রায় দশ বছর ধরে প্যারালাইজড ও হৃদরোগে আক্রান্ত ছিল। বুধবার সকালে কৌশলে তার ঘরে লছিমুদ্দিন প্রবেশ করে। এরপর তার বুকের ওপর উঠে কিল-ঘুসি মারে। পরে তাকে গলাটিপে হত্যা করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লছিমুদ্দিনকে আটক করা হয়েছে।