Logo
Logo
×

সারাদেশ

টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ২৮ বিজিপি সদস্য 

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১১:১৭ পিএম

টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ২৮ বিজিপি সদস্য 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপির আরও ২৮ জন সশস্ত্র সদস্য। পরে সাবরাং বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেন।

মঙ্গলবার ভোরে নাফ নদীর আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের আশ্রয় নেওয়ার কথা নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

আদনান চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে একটি কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। এ সময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে। 

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ভোরে নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যকে হেফাজতে নিয়েছেন।

এ ব্যাপারে বিজিবিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চাইলে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান এক কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম