Logo
Logo
×

সারাদেশ

কয়রায় ৩ মন ১০ কেজি হরিণের মাংস উদ্ধার

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৬:০১ পিএম

কয়রায় ৩ মন ১০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন থেকে ৩ মণ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। 

মঙ্গলবার ভোরে সুন্দরবন খুলনা রেঞ্জের শাকবাড়ীয়া টহল ফাঁড়ির আওতাধীন চালকি নদীর দুই সতিনির খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। 

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। 

বন বিভাগ জানায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল ও শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ৩ মণ ১০ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতি বিনষ্ট করা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম