Logo
Logo
×

সারাদেশ

বৃদ্ধার সঙ্গে এ কেমন অমানবিকতা!

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম

বৃদ্ধার সঙ্গে এ কেমন অমানবিকতা!

শিরিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধের চলাচলের রাস্তায় কাঁটা আর গোবর ফেলে রাস্তা বন্ধ করে ১ মাস ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখেন তার এক প্রতিবেশী। 
ঘটনাটি ঘটেছে উপজেলা ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম গ্রামের বড় মসজিদ বাড়ি এলাকায়। 

সোমবার ওই বৃদ্ধা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাংবাদিক।  ঘর থেকে কান্নার আওয়াজ শোনা গেলে জানাতে চান ওই সাংবাদিক- ‘মা তোমার কি হয়েছে’। তিনি সাংবাদিককে বললেন, ‘আমাকে এক প্রতিবেশী আমার চলাচলের রাস্তা কাঁটা আর গোবর ফেলে রাস্তা বন্ধ করে ১ মাস অবরুদ্ধ করে রেখেছেন। আমাকে উদ্ধার করে দাও বাবা’।  

তার এমন কথা শোনার পর বৃদ্ধাকে ঘর থেকে বের করেন স্থানীয় লোকজন। 

পরে পুলিশ এসে কাটা সরিয়ে দেয়।  প্রতিবেশী সাইফুল ইসলাম কাটা দেন বলে স্বীকার করেন। 

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ি এসআই শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এলাকাবাসীর উপস্থিততে বৃদ্ধার বাড়ির রাস্তার কাটা সরিয়ে নেন প্রতিবেশী। গোবর পরিষ্কার করার জন্য বলা হয়। বৃদ্ধা রাস্তা খুলে দেওয়া হয়েছে। 

ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, প্রতিবেশী সাইফুল ইসলাম ও তার বাবা আঞ্জুম খারাপ লোক, তারা কারও কথায় শোনতে চায় না। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম