স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৪, ০২:২৪ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে বসতঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী রহিমুল ইসলামকে আটক করেছে।
রোববার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রহিমা বেগম (২৪)। তিনি আছিয়ারবাজার এলাকার রাজমিস্ত্রি রহিমুল ইসলামের স্ত্রী এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী রহিমুল ইসলাম (৩০) স্ত্রী রহিমা বেগমের চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন। এতে রহিমার কপাল ও মুখমণ্ডল ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়রা জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পথে তার মৃত্যু হয়েছে কিনা সেটা জানি না।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে পাশের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত গৃহবধূর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।