Logo
Logo
×

সারাদেশ

মাদক সেবনের পর যে সাজা হলো ছাত্রলীগ নেতার 

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:২৭ পিএম

মাদক সেবনের পর যে সাজা হলো ছাত্রলীগ নেতার 

তানভীর ইসলাম বাঁধন। ছবি : সংগৃহীত

মাদক সেবনের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তানভীর ইসলাম বাঁধনসহ দুই যুবককে দুদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। 

শনিবার দিনগত রাতে উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এ সাজা দেন। 

দণ্ডিত তানভীর ইসলাম বাঁধন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম অহিদুল ইসলামের ছেলে। অপর দণ্ডিত আসামি জয়ন্ত সাহা (২৮) ঘাঘর বাজারের দুলাল সাহার ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, মাদকদ্রব্য সেবন ও উচ্চস্বরে গান বাজনা করে গণউপদ্রব সৃষ্টি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধ করায় তানভীর ইসলাম বাঁধন ও জয়ন্ত সাহাকে দুদিনের সাজা দেওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম