Logo
Logo
×

সারাদেশ

ব্রিজের সৌন্দর্য্যের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন তরুণ

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১০:৩৪ পিএম

ব্রিজের সৌন্দর্য্যের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন তরুণ

সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ ছবি: সংগৃহীত

ব্রিজের সৌন্দর্য্যের ভিডিও ধারণের সময় ভাড়ি যানবাহন চলাচলরোধে লাগানো লোহার পাইপের বেরিকেটের আঘাতে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।  শনিবার ভোরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজের (বড়পুল) উপরে ছাদ খোলা গাড়িতে চড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, এ ঘটনায় নিহত রবিউল আজিম তনু (৩৫) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, গতরাতে বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে তনুসহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জ আসেন। তারা চার বন্ধু মিলে সকালে ছাদ খোলা গাড়ি নিয়ে ঘুরতে বের হন। এক পর্যায়ে তনু খোলা গাড়িতে দাঁড়িয়ে মোবাইলে ব্রিজের সৌন্দর্য্য ধারণ করতে থাকেন। এ সময় ব্রিজের মুখে ভাড়ি যানবাহন চলাচলরোধক লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হলে তার বন্ধু ও স্থামীয়রা তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ছাদখোলা গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম