Logo
Logo
×

সারাদেশ

কর্মী হত্যা:ছাত্রলীগ সহসভাপতি গ্রেফতার 

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৯:৫৫ পিএম

কর্মী হত্যা:ছাত্রলীগ সহসভাপতি গ্রেফতার 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করা হয়েছে। সে কলেজপাড়া এলাকার কলেজ শিক্ষক দম্পতি ইয়াকুব আলী ও রোকেয়া বেগমের একমাত্র ছেলে।

জয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

নিক্সনকে গালিগালাজ নিলুর, আলটিমেটাম জেলা পরিষদ চেয়ারম্যানের

তিনি বলেন, শুক্রবার ভোরে নেত্রকোনার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে জয়কে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোঁপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহ্যত অস্ত্রটি উদ্ধার করা হয়। জয়ের জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জালাল হোসেন খোকা এবং হাসান আল ফারাবী জয় খুবই ঘনিষ্ঠ। আশরাফুর রহমান ইজাজও তাদের সঙ্গে চলাফেরা করত। কলেজপাড়া এলাকায় এককভাবে প্রভাব বিস্তার করত খোকা ও জয়। ইজাজ কিছু কিছু সিদ্ধান্তের বিরোধিতা করত। এ বিরোধ চরম আকার ধারণ করে।

অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে অস্ত্রের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, সদর থানার ওসি আসলাম হোসাইন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম