Logo
Logo
×

সারাদেশ

সংসদ নির্বাচনে ‘টাকা’ দিয়ে নারীদের দাঁড় করানো হয়েছিল: কাদের মির্জা 

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৮:২১ পিএম

সংসদ নির্বাচনে ‘টাকা’ দিয়ে নারীদের দাঁড় করানো হয়েছিল: কাদের মির্জা 

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘সদ্য অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনের চেয়েও বেশি অনিয়ম হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে। ১০-১৫ জন, ২০ জন নারী এনে ৫০০ টাকা করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কোনো অফিসার কিংবা আমরা গেলেই নারীদের দাঁড় করিয়ে দেখানো হয়। ভোট হয়েছে এই সিস্টেমে। মিথ্যা কথা বলেছি?...না।’ 

শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন কাদের মির্জা। তার বক্তব্যটি দলের নেতাকর্মীরা ফেসবুকে লাইভে প্রচার করার ফলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার দেওয়া বক্তব্যটি। 

‘আমের রাজ‍্য’ দখলে নিতে চান ব্যারিস্টার সুমন

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে (উপজেলা পরিষদ) উনারা (কাদের মির্জার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী) অনিয়ম করেনি? চর কাঁকড়ার ৭ নম্বর ওয়ার্ডে এক ছেলে আমাদের সঙ্গে থেকে ১০০ ভোট একসঙ্গে মেরেছে দোয়াত-কলম প্রতীকে।’

গত জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের কথা বলতে গিয়ে কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর কোম্পানীগঞ্জে টাকা দিয়ে নারীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’ 

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
 
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। প্রধান বিরোধী দল বিএনপি ও অন্যান্য দল নির্বাচন বর্জন  করলেও ওবায়দুল কাদেরের বিপক্ষে স্বনিয়ন্ত্রিত জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের চারজন প্রার্থী ছিলেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম