পূবাইলে জুমার নামাজের সময়ও লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:২৩ পিএম
গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় জুমার দিনেও লোডশেডিং দিয়ে রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গত কয়েকদিনের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন।
শুক্রবার দুপুর ১টার দিকে খতিব যখন পবিত্র জিলহজ মাসের খুতবা দিচ্ছিলেন, সেই মূহুর্তে লোডশেডিং দেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি পূবাইল জোন।
শুক্রবার মিল-কলকারখানা বন্ধ থাকার পরও ঠিক জুমার নামাজের খুতবার সময় বিদ্যুৎ বন্ধ করে রাখার কোনো প্রকৃত কারণ খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী। ফলে প্রায় অর্ধশত মসজিদের হাজারও মুসল্লি জুমার নামাজে গরমে ছটফট করেন। অনেক বয়স্ক মুসল্লি গরমে হাঁসফাঁস করতে থাকেন।
তাৎক্ষণিকভাবে পূবাইল পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিতরণে কর্তব্যরত লাইনম্যান রবিউল বলেন, এটা আমাদের নিয়মমাফিক কাজ। নামাজের সময় আমরা জানি, তার পরও কিছুই করার নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ আমরা পালন করি মাত্র। তবে মুসলিম হিসেবে এটা কাম্য নয়।
লোডশেডিংয়ে জুমার নামাজের সময়টা বেছে নেওয়ার কারণ জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি পূবাইল জোনের ডিজিএম নুরুন্নবী বলেন, এটা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। নতুবা নামাজের সময় কেউ বন্ধ করার কথা নয়।
জানা যায়, পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্নীতিতে অনেকেই ওই সমিতির হাত থেকে বাঁচতে মিছিল-মিটিং করে প্রতিবাদ করছেন। পল্লী বিদ্যুতের মরণ থাবা ও লোডশেডিং থেকে মুক্তি চান পূবাইলবাসী।
পূবাইল বেপারিপাড়া মসজিদের ক্যাশিয়ার আলী হোসেন বলেন, শুধু জুমার নামাজে বিদ্যুৎ বন্ধ রাখে, এমন নয়। উনারা বেশিরভাগ নামাজের সময়ই লোডশেডিংয়ের জন্য বেছে নেন। তা ছাড়া রাত ১২টার পরও বাদ যায় না।