
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
বেনজীরের সাভানা পার্ক পরিদর্শনে দুদক, সাংবাদিকদের প্রবেশে বাধা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৭:২২ এএম

আরও পড়ুন
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল।
বুধবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি পার্ক পরিদর্শনে যায়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এর আগে দুদক কর্মকর্তাদের সঙ্গে পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ। এসময় চ্যানেল-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহাকে পার্কের নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেয়।