Logo
Logo
×

সারাদেশ

অতিরিক্ত তাপমাত্রা, ১৫ ছাত্রী অচেতন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৬:১৬ এএম

অতিরিক্ত তাপমাত্রা, ১৫ ছাত্রী অচেতন

গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একযোগে নয়জন ছাত্রী অচেতন হয়ে পড়ে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অসুস্থদের হাসপাতালে ভর্তি করলে তাদের দেখতে গিয়ে আরও ছয়জন ছাত্রী অচেতন হয়ে পড়ে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, শ্রেণিকক্ষে অতিরিক্ত তাপমাত্রার কারণে সকাল সোয়া দশটার দিকে অষ্টম ও নবম শ্রেণির নয়জন ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে দেখতে গিয়ে আরও ছয়জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল জানান, কি কারণে এমন ঘটনা ঘটছে বিষয়টি খতিয়ে দেখা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. গৌরব মজুমদার জানান, অসুস্থ ছাত্রীদের শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে। এরমধ্যে পাঁচজন ছাত্রী বেশি অসুস্থ থাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর সুস্থ হয়ে হয়ে বাড়ি ফিরে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম