Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় রংমিস্ত্রির লাশ উদ্ধার

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০২:০৯ পিএম

ফতুল্লায় রংমিস্ত্রির লাশ উদ্ধার

ছবি: ফাইল

নারায়ণগঞ্জের ফতুল্লায় সালাউদ্দিন (৩৫) নামে এক রংমিস্ত্রিরলাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় তোফাজ্জল হোসেন গিটারের ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সালাউদ্দিন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুচ্ছগ্রামের আব্দুল জব্বারের ছেলে। সালাউদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার এসআই মফিজ উদ্দিন জানান, রাত ৯টার সময় সংবাদ পেয়ে ইসদাইর বুড়ির দোকান এলাকার তোফাজ্জল হোসেন গিটারের ভাড়াটিয়া বাসার দরজা ভেঙ্গে মেঝে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম