ঈশ্বরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৪:২১ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জামেনা খাতুন (২৬) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ঢাকার একটি অ্যাম্বুলেন্সে জামেনার লাশ তার বাবার রাড়ি রেখে তড়িঘরি করে চলে যায়। এতে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
পরে নিহতের পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা নিয়ে যায়।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উৎঘাটন করতে ময়নাতদন্তের জন্য লাশটি সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
জানা যায়, ৭ বছর আগে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের জামেনা খাতুনের সাথে বিয়ে হয় একই উপজেলার আঠারবাড়ির মৃঘালি গ্রামের মোহাম্ম আলীর ছেলে আল আমিনের সাথে।
জামেনা ১ ছেলে ও এক কন্যা সন্তানের জননী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জামেনার ভাই রফিক যুগান্তরকে জানান, আমার বোনকে তার স্বামী হত্যা করে লাশ বাড়িতে পাঠিয়েছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।