Logo
Logo
×

সারাদেশ

বেগমগঞ্জে ১৭ বছরের দণ্ডিত আসামি গ্রেফতার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:২৮ পিএম

বেগমগঞ্জে ১৭ বছরের দণ্ডিত আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ডিত আবুল কাশেম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।   

শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আবুল কাশেম বাবুল (২৭) একই উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে।  

র‌্যাব জানায়, আসামি আবুল কাশেম বাবুল একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র এবং মাদক ব্যবসা করে আসছিল।  ২০১৯ সালের ৩০ মে তাকে আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বেগমগঞ্জ থানার পুলিশ ১টি দেশীয় তৈরি পাইপগান, ২টি কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ  গ্রেফতার করে। পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি মাদক মামলা রুজু হয়। ওই অস্ত্র মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি বাবুলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত হওয়ার পর থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। 

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম