Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি সোনা উধাও!

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৫:৪৫ এএম

চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি সোনা উধাও!

চট্টগ্রামে একটি ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি সোনা উধাও হয়েছে বলে এক গ্রাহক অভিযোগ করেছেন। 

গত ২৯ মে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় এ ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি জানাজানি হয়। 

এ ঘটনায় সোনার মালিক রোকেয়া বারী চকবাজার থানায় জিডি করতে গেলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত ব্যাংকের লকার থেকে সোনা উধাওয়ের ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

রোকেয়া বারী বলেন, গত বুধবার দুপুর দেড়টায় ইসলামী ব্যাংক চকবাজার শাখায় আমার জন্য বরাদ্দকৃত লকার থেকে আমি কিছু সোনা আনতে যাই। এসময় লকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে লকার খুলে দেয়ার অনুরোধ করলে তিনি তার চাবি দিয়ে লকার রুমের দরজা খুলে দেন। এ সময় আমার জন্য বরাদ্দ রাখা লকার খোলা অবস্থায় দেখতে পাই। 

আমি বিষয়টি ব্যাংকের সংশ্লিষ্টদের অবহিত করার পর তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে আমি বিষয়টি চকবাজার থানার ওসিকে জানাই। তিনি নিজে ঘটনাস্থলে আসেন, দেখতে পান আমার লকারে মাত্র ১০-১১ ভরি সোনা অবশিষ্ট রয়েছে। আমার ধারণা, ব্যাংকের লোকজনই এ ঘটনায় জড়িত। আমি গত ১৬ থেকে ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখার একটি লকার ব্যবহার করছি। এই  শাখায় আমার একটি ব্যাংক হিসাবও রয়েছে।

চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর যুগান্তরকে বলেন, ‘সোনা উধাওয়ের ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যাংকে গিয়েছিলাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর লকার খোলা অবস্থায় ছিল। ভুক্তভোগী দাবি করেছেন লকার থাকা ১৪৯ ভরি সোনা নেই। এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে পরামর্শ দিয়েছি। কিন্তু তিনি (ভুক্তভোগী) সাধারণ ডায়রি করতে চাচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম