কাঁঠাল ছিনিয়ে নিতে মুলাদীতে বৃদ্ধকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম
মুলাদীতে এক বৃদ্ধকে মারধর করে কাঁঠাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। মুলাদী পৌর যুবলীগ নেতা রাকিবুল হাসান রানা মৃধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোশারেফ হাওলাদার (৬৫) ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মারধর করে ২০টি কাঁঠাল ছিনিয়ে নেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার বিকালে মোশারেফ হাওলাদার বাদী হয়ে রানা মৃধাকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন। তবে রানা মৃধা বৃদ্ধকে মারধরের কথা অস্বীকার করেছেন। তার দাবি, মোশারেফ হাওলাদার তাদের জমির গাছ থেকে ২০টি কাঁঠাল নেওয়ার সময় রেখে দেওয়া হয়েছে।
মোশারেফ হাওলাদার লিখিত অভিযোগে উল্লেখ করেন, রাকিবুল হাসান রানা মৃধা তার প্রতিবেশী। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। শনিবার সকালে তার গাছের ২০টি কাঁঠাল নিয়ে ভ্যানে বাড়ি যাওয়ার সময় পুরোনো বাসস্ট্যান্ডে পৌঁছলে রানা মৃধা পথরোধ করে তার স্ত্রী মাহিনুর বেগমকে মারধর শুরু করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে রানা মৃধা কাঁঠালগুলো নিয়ে যায়। পরে স্থানীয় তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
মুলাদী থানার ওসি জাকারিয়া বলেন, যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।