Logo
Logo
×

সারাদেশ

কবরস্থানে মিলল ২১ লাখ টাকা! 

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৯:৩৯ পিএম

কবরস্থানে মিলল ২১ লাখ টাকা! 

ফাইল ছবি

চট্টগ্রামে নগরীর টেরিবাজারে দোকানের ক্যাশ থেকে চুরি হওয়া ২১ লাখ টাকা সাতকানিয়ার কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজাল নগর এলাকার একটি কবরস্থান থেকে ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় মিরাজ উদ্দিন প্রকাশ হাসান নামে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মিরাজ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে। 

মৃত্যুর ১৫ বছর পরও অক্ষত মরদেহ, রংপুরে চাঞ্চল্য

পুলিশ জানায়, ২৮ মে টেরিবাজারের কাপড় ব্যবসায়ী মনজুরুল আলমের দোকানের ক্যাশ থেকে ২১ লাখ ৭৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মালিক কোতোয়ালি থানায় মামলা করে। শনিবার ভোরে ওই দোকানের কর্মচারী মিরাজ হোসেনকে পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ করলে মিরাজ চুরির কথা স্বীকার করে। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আফজাল নগর এলাকায় মসজিদের কবরস্থানের জঙ্গল থেকে পলিথিন মোড়ানো ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ওসি এসএম ওবায়দুল হক জানান, মিরাজ ওরফে হাসানকে ওই চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম