Logo
Logo
×

সারাদেশ

এক পাঙ্গাশ মাছের দাম ৩২ হাজার!

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৮:০৭ পিএম

এক পাঙ্গাশ মাছের দাম ৩২ হাজার!

ছবি: যুগান্তর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনিছ হালদারের জালে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাশ  মাছ ধরা পড়েছে।  

শনিবার দুপুর ১২টার দিকে এই মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৩২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। 

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৫ নম্বর ফেরিঘাট বড় একটি পাঙ্গাশ মাছ ধরা পড়ার খবর পায়। পরে সেই ঘাটে গিয়ে জেলে আনিছ  হালদারের  কাছ থেকে  ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩২ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করেছি। পরবর্তীতে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি বলে জানান এই ব্যবসায়ী। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম