Logo
Logo
×

সারাদেশ

এক ইলিশ মাছের দাম ৬ হাজার ৭০০ টাকা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৪, ১১:৩১ এএম

এক ইলিশ মাছের দাম ৬ হাজার ৭০০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়া এলাকার জেলে আরিফ হালদারের জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়েছে, যা ৬ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। শনিবার সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন তিনি।

শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় ছাত্তার মেম্বারপাড়ার জেলে আরিফ হালদার। তার কারেন্ট জালে একটা বড় ইলিশ মাছ ধরা পড়ে। ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার ৭০০ টাকায় কিনেন।  মাছটি তার আড়ত ঘরে রেখে বিভিন্ন পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করছেন। পদ্মা নদীর ইলিশের চাহিদা সব সময় বেশি থাকে। বর্তমানে ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। ৩০০ থেকে ৪০০ টাকা লাভ পেলেই তিনি ইলিশটি বিক্রি করে দেবেন।

গোয়ালন্দের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বাড়ছে। পানি বাড়লে মাছের আনাগোনা বাড়ে, ধরাও পড়ে। তবে এত বড় ইলিশ খুব কম দেখা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম