Logo
Logo
×

সারাদেশ

দুদকের জালে সাবেক মেয়র সলিমুল

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:৫৫ পিএম

দুদকের জালে সাবেক মেয়র সলিমুল

ছবি: সংগৃহীত

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
সরকারি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। 

বৃহস্পতিবার  দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক আবদুল মালেক নিজ কার্যালয়ে মামলাটি করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপরিচালক (ডিডি) আতিকুল আলম জানান, মেয়র সেলিমুলের দায়িত্ব পালনকালে বেআইনিভাবে ১৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০১৭ সালে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা চারটি দোকান মেয়র সেলিমুল কোনো বিজ্ঞপ্তি না দিয়ে এবং কোনো কমিটি না করে নিজ ক্ষমতাবলে বরাদ্দ দেন। ভাড়াটিয়াদের কাছ থেকে বরাদ্দের অগ্রিম ৯ লাখ টাকা নেন। তবে সে টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের করেন। এছাড়া গ্যাস প্রকল্প এবং অন্যান্য খাত বাবদ পৌরসভার প্রাইম ব্যাংকের হিসাবে জমা ৩৫ লাখ ৮৫ হাজার ৮৯৯ টাকা থেকে উত্তোলন করা হয় ৩৪ লাখ ২৪ হাজার ৪৭৮ টাকা।

ওই হিসাবের চেক বই হিসাব রক্ষক ছোটন কান্তি চৌধুরীর কাছ থেকে মেয়র নিজ জিম্মায় নিয়ে একক সইয়ে ৭ লাখ টাকা উত্তোলন করেন। যা অবৈধ বা পৌরসভা থেকে অনুমোদন ছিল না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম