Logo
Logo
×

সারাদেশ

চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৮:২৩ পিএম

চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

ফাইল ছবি

পেকুয়ায় ৮ নারী-পুরুষের গণবিয়ে দেওয়া হয়েছে। শিলখালী ইউনিয়ন পরিষদে শুক্রবার বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। 

ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের অর্থায়নে তাদের গণবিয়ে দেওয়া হয়।

নব দম্পতিরা হলেন, মোহাম্মদ হেফাজ উদ্দীন ও রাজিয়া সুলতানা, হাবিবুর রহমান ইমন ও তাসমিন জন্নাত, মোহাম্মদ সোহেল ও কানিজ ফাতেমা তানিয়া এবং মো. শাকিব ও সাইমা জন্নাত মুন্নি। 

ইমামের রাজকীয় বিদায়, নিজেও কাঁদলেন গ্রামবাসীদের কাঁদালেন

এ বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন সুলতানা, ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোসেন, শিলখালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শিলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দু ছমদ প্রমুখ। বিয়ে অনুষ্ঠানের পর অতিথিদের খাবার পরিবেশন করা হয়।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম