Logo
Logo
×

সারাদেশ

‘৮০ শতাংশ এমপি চোরাকারবারি’

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১০:৫৬ এএম

‘৮০ শতাংশ এমপি চোরাকারবারি’

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বর্তমান সরকারের শরিক ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বর্তমান সংসদের ৮০ শতাংশ এমপিই চোরাকারবারির সঙ্গে জড়িত। সেই সঙ্গে তারা হুন্ডি, স্বর্ণ চোরাচালান ও গুম-খুনের সঙ্গে জড়িত। ১৪ দলের নেতা দিলীপ বড়ুয়ার বক্তব্য অনুযায়ী এই যদি হয় মহান জাতীয় সংসদের এমপিদের অবস্থা তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা দেশের জনগণ বুঝতে পারছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া দেশের আসল চিত্র প্রকাশ করতে পারছে না। একটি সঠিক খবরও বাংলাদেশের মানুষ জানতে পারছে না। তারা আতঙ্কিত হয়ে আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর তার বক্তব্যে বলেন, আজ ফ্যাসিস্ট ও ভোটবিহীন সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় রিকশা চালাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা দুর্নীতি করে দামি গাড়ি চালাচ্ছেন।

হযরত আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম, ফজলুল করিম তারা প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম