Logo
Logo
×

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ভাইকে জিতিয়ে দিতে পাঁয়তারা, মহাসড়ক অবরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ 

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৮:০৯ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ভাইকে জিতিয়ে দিতে পাঁয়তারা, মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা বিলম্ব ও কারচুপির আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠে এলাকা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহার কর্মী সমর্থকরা। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোট গণনায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহা ভোটের ফলাফলে এগিয়ে থাকলেও সন্ধ্যার পর হঠাৎ ঘোষণায় বিলম্ব করা হয়। এ খবর জানার পর সুদেব সাহাসহ তার কয়েকশত কর্মী-সমর্থক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক ঘেরাও করে বিক্ষোভ করেন। এরপর পুরো উপজেলা চত্বর তারা ঘেরাও করে রাখেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়।

এক পর্যায়ে বিজিবির ধাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা পিছু হটে যান।

সুদেব কুমার সাহার অভিযোগ, মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি এগিয়ে থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়। এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ফুফাতো ভাই কাপ-পিরিচের প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে ফলাফল ঘোষণার পাঁয়তারা চলছে। তিনি আরও বলেন, এজন্য তার সমর্থকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম