Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০১:১৬ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

 

এর আগে রোববার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করলে পদ্মানদী উত্তাল হতে শুরু করে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ওইদিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এর আগে ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে পদ্মানদী উত্তাল ছিল। যার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদী স্বাভাবিক হলে প্রায় ৩৬ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১১টি ফেরি চলাচল করছে। পদ্মা সেতু দিয়ে গাড়িগুলো চলে যাওয়ায় ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের দায়িত্বরত ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আবারো লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম