Logo
Logo
×

সারাদেশ

ইটচাপায় মারা গেলেন ঘুমন্ত দম্পতি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১২:২৮ পিএম

ইটচাপায় মারা গেলেন ঘুমন্ত দম্পতি

নরসিংদীর চরাঞ্চল সগরিয়াপাড়ায় ইটচাপায় ঘুমন্ত দম্পতি মারা গেছেন।  মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সগরিয়াপাড়া গ্রামের ইট ব্যবসায়ী কালো খাঁ (৭০) ও তার স্ত্রী (৬০)।

জানা যায়, ইট ব্যবসায়ী কালো খাঁ তার টিনশেড ঘর ঘেঁষে ইট স্তূপ দিয়ে রেখেছিলেন। সোমবার ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাব নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সরে যায়। ফলে মঙ্গলবার ভোরে ইটের স্তূপ হেলে গিয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে যায়। ওই সময় ঘরের ভেতরে ঘুমন্ত কালো খাঁ ও তার স্ত্রী ইটচাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সকালে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভির আহাম্মেদ জানান, অতিবর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরে হেলে পড়ে।  এতে চাপা পরে তারা মারা গেছেন তারা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম