শ্রীমঙ্গলে অস্ত্র ও মাদকসহ ব্রিটিশ নাগরিক আটক
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০১:৫৪ এএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯ এর অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও পিস্তলসহ দেলোয়ার হোসেন নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ঘটনাস্থল থেকে অন্যান্য অপরাধীরা পালিয়ে যায়।
এ সময় আটককৃত দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি ২ রাউন্ড গুলিসহ পিস্তল, ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও বিদেশি ৪ বোতল মদ উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন ছদ্মনাম আলী হোসেন পরিচয় দিয়ে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল।
র্যাব আরো জানায়, আটককৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। দেলোয়ার বিট্রিশ নাগরিক হলেও এক পর্যায়ে সে বাংলাদেশি এনআইডি বানিয়ে নিয়েছে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বলে ধারণা করা হচ্ছে।