Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত ৬

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৭:৪২ এএম

নির্বাচনি প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত ৬

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার সময় অপর প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের পিয়ারাখালী এলবাসের মোড়ে হামলার এ ঘটনা ঘটে। 

গুরুতর আহতরা হলেন— ওই এলাকার রেফেজ শেখের ছেলে ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পরশ শেখ, মজিবর মন্ডলের ছেলে মিজান মন্ডল, আব্দুস সাত্তারের ছেলে আমিরুল ইসলাম, সাবের আলী মন্ডলের ছেলে মনিরুজ্জামান মোজদার, সলিমপুর ইউনিয়নের আপিলের ছেলে আশিক।

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থক।

হাসপাতালে চিকিৎসাধীন আহত পরশ ও মিজান জানান, মোটরসাইকেল প্রতীকের প্রচারণার সময় আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক একটি গ্রুপ মোটরসাইকেলযোগে এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিল।

চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু জানান, নির্বাচনে আনারসের পরাজয় নিশ্চিত জেনে মোটরসাইকেল প্রতীকের সমর্থক নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম