Logo
Logo
×

সারাদেশ

ছয় মাস পর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১০:৩৮ পিএম

ছয় মাস পর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি

দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ৬ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কাঁচামরিচবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। 

আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুব হোসেন। তিনি বলেন, তাপদাহের কারণে দেশে মরিচের খেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে ফলে দেশে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকা খামার বাড়ি থেকে অনুমতি পাবার পর থেকে আমদানি শুরু হয়েছে দুই-একদিনের মধ্যে দাম কমে আসবে আশা করা যায়। 

হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার একটি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। প্রতি কেজিতে শুল্ক দিতে হবে প্রায় ৩৫ টাকা আর প্রতি মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে ২০০ মার্কিন ডলারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম