Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৪:৪০ এএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বুধবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজার পৌঁছান তিনি। এরপর উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।

শুরুতেই ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের চারদিকে পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করেন। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ৮ নম্বর ক্যাম্প থেকে যান ১৮ ও ১৭ নম্বর ক্যাম্পে। সেখানে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখেন। পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী।

এ ছাড়াও রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি। কক্সবাজার সফর শেষে বিকালে ঢাকায় ফিরে যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী তার সঙ্গে ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম