Logo
Logo
×

সারাদেশ

জলঢাকা উপজেলা পরিষদ

জামানত হারালেন আ.লীগের সাধারণ সম্পাদক

Icon

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৪:১৪ এএম

জামানত হারালেন আ.লীগের সাধারণ সম্পাদক

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম জামানত হারালেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৬০৫।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী বলেন, উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ২৩৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৯৯ হাজার ৭৭৯টি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ শামীম নির্ধারিত ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারাবেন। আবু সাঈদ শামীমের বাড়ি উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা এলাকায়। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু ঘোড়া প্রতীকে ৩৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের গোলাম আজম এলিচ পেয়েছেন ৩১ হাজার ৪৬ ভোট।

চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি মাছ) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৩৪ ভোট। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীমের শোচনীয় পরাজয় ও জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, দলীয় নেতাকর্মীরা আমার হয়ে কাজ না করায় আমার এ পরাজয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম