বিশ্বনাথে বাদীপক্ষের হামলা ভয়ে পরীক্ষা দিতে পারছে না কলেজ ছাত্র
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৪, ০১:০৯ এএম
সিলেটের বিশ্বনাথে বাদীপক্ষের মিথ্যা মামলা আর হামলার ভয়ে পরীক্ষা দিতে পারছে না এক কলেজছাত্র। তিনি পৌরসভার নরশিংপুর গ্রামের শায়েস্তা মিয়ার ছেলে নজরুল মিয়া। শুধু তাই নয়, হামলার ভয়ে বাড়িঘর ছেড়েও রক্ষা পাচ্ছে না। নিরাপত্তার কারণে অন্যত্র গিয়েও বসবাস করতে পারছে না। সেখানে গিয়েও ভয়ভীতি ও হামলার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তহীনতায় রয়েছে।
এমন অভিযোগ এনে ২২ মে বুধবার দুপুরে বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কলেজছাত্রের বাবা শায়েস্তা মিয়া। লিখিত বক্তব্যে শায়েস্তা মিয়া বলেন, তার বাবার সৎভাই (চাচা) যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম মিয়া দীর্ঘ ১৫ বছর ধরে তাদের নানাভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন করে আসছেন। জানুয়ারি মাসে লন্ডন থেকে এসে বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি দেওয়াল ও গেট নির্মাণ করে বন্ধ করার প্রস্তুতি নেন। এ নিয়ে গ্রাম্য মুরব্বিদের কথা না শোনায় শায়েস্তা মিয়া আদালতে ১৪৪ ধারা মতে মামলা করলে আদালত, শান্তিশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশকে নির্দেশ দেন। এতে ইব্রহিম মিয়া ক্ষিপ্ত হয়ে ওসমানীনগর থানার খাইয়াখাইড় গ্রামের ইরন মিয়াকে বাদী বানিয়ে ঘটনাস্থল সিলেটের এয়ারপোর্ট এলাকা উল্লেখ করে একটি গায়েবি মামলা করেন। আদালত এয়ারপোর্ট থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ মামলায় শায়েস্তা মিয়ার বড় ভাই নজির মিয়া জেলহাজতে রয়েছেন।