Logo
Logo
×

সারাদেশ

ভোট দিয়ে ফেরার পথে হিটস্ট্রোকে মৃত্যু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৪, ১০:২২ পিএম

ভোট দিয়ে ফেরার পথে হিটস্ট্রোকে মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে মাথা ঘুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ মিয়া (৫৫) কোম্পানীগঞ্জ উপজেলার চাতলপাড়ের বিলাজুর গ্রামের  তাজু ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মফিজ মিয়া তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে পাশের একটি খাল নৌকাযোগে পার হওয়া প্রস্তুতি নেন। এ সময় নৌকায় ওঠার আগেই মাথা ঘুরে পড়ে যান। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে মৃত্যু হতে পারে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম