![২ ঘণ্টায় ৬ শতাংশ ভোট: প্রিসাইডিং অফিসার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/21/image-807538-1716268406.jpg)
দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় আজ ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ২৪ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি উপজেলায় হবে কাগজের ব্যালটে। সোমবার ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। নির্বাচনসংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে যান চলাচলে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে আসাননগর ভাটই চাঁদপুর দুধসুর আলিম মাদ্রাসাকেন্দ্রে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় মাত্র ১১৪টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৪৯ জন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, পার্সেন্ট হিসাবে দুই ঘণ্টায় মাত্র ৬ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্র এ মুহূর্তে ফাঁকা লক্ষ্য করছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেশ কিছু কেন্দ্রে নীরব-নিথর পরিবেশ বিরাজ করছে।
প্রিসাইডিং অফিসার বলেন, দুপুরের পর ভোটার সংখ্যা বাড়তে পারে।