Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনি গণসংযোগে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৪, ০২:২২ পিএম

নির্বাচনি গণসংযোগে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

হাটহাজারীতে নির্বাচনি গণসংযোগে অসুস্থ হয়ে জসীমউদ্দীন সিকদার (৫৫) নামে এক ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর সদরের শেরেবাংলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জসিম উপজেলার মেখল ইউনিয়নের ৭নং ওয়ার্ড রোহুল্লা সিকদারবাড়ির মৃত সেজ্জান শাহ শিকদারের ছেলে। 
তিনি হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদ সদস্য এবং কাচারি বণিক সমিতির সাবেক সভাপতি যুব উন্নয়ন কম্পিউটার ট্রেইনিং ইনস্টিটিউটের পরিচালক। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।

হাসপাতালে সূত্রে জানা যায়, জসিম উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা বেগমের সমর্থক ছিলেন। রোববার বিকালে শেরেবাংলা মাজার গেট এলাকায় সমর্থকরা ওই প্রার্থীর পক্ষে একটি নির্বাচনি গণসংযোগ বের করেন। সেই মিছিলে অনেকের সঙ্গে অংশ নিয়েছিলেন জসিম। গণসংযোগটি ফের শেরেবাংলা মাজার গেট এলাকায় এসে শেষ হয়। গণসংযোগ শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বেলা ১১টায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম