কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৪:০৭ পিএম
রাণীনগরে পুকুরের কেটে রাখা মাটি সমান করতে গিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণের মূর্তি পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়ালবাজার থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুক্রবর নামে এক ব্যক্তির পুকুরের কেটে রাখা মাটি সমান করতে গিয়ে মূর্তিটি পাওয়া যায়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।